আকিজ সিলেকশনস্- এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে আকিজ হোমবিল্ডিং ব্র্যান্ড পণ্যের প্রথম ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করা হয়েছে। ফ্লাগশিপ শোরুমে থাকছে সিরামিকস টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারিওয়্যার, টেবিলওয়্যার- এর বিশাল সম্ভার। গত ১৬ অক্টোবর শোরুম উদ্বোধন করেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য আর্কিটেক্ট শামসুল ওয়ারেস, আর্কেশিয়ার প্রেসিডেন্ট আর্কিটেক্ট আবু সাঈদ এম. আহমেদ, স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম জিরো এর প্রিন্সিপাল আর্কিটেক্ট মোহাম্মদ ফয়েজ উল্লাহ, আর্কিটেক্ট এহসান খান, স্থাপত্য অধিদপ্তরের অ্যাডিশনাল চিফ আর্কিটেক্ট আসিফুর রহমান ভুঁইয়া, আকিজ গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম ছাড়াও দেশের খ্যাতনামা আর্কিটেক্টস, আকিজ বিজনেস অ্যাসোসিয়োটস ও আকিজ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকতাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন বলেন, ‘ইন্টেরিয়রের সকল প্রয়োজনীয় ও সেরা সামগ্রী এক ছাদের নিচে নিয়ে আসাই আকিজ সিলেকশনস্ এর মূল উদ্দেশ্য। গ্রাহক সেরা সকল পণ্যের বিশাল বৈচিত্র্য থেকে পছন্দের টাইলস, স্যানেটারিওয়্যার, ফসেট, বোর্ড ও ডোর নির্বাচন করতে পারবে’।