আজ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ইং, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার |

kidarkar

পুঁজিবাজারে আইটি খাতের কোম্পানিগুলোর আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে আইটি খাতের কোম্পানিগুলোর আয় বেড়েছে করোনা মহামারির সময় থেকে দেশের বেশিরভাগ আইএসপি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা বাড়ার ফলে আইটি খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আয় বেড়েছে।

দেশের পুঁজিবাজারে আইটি খাতের তালিকাভুক্ত কোম্পানি রয়েছে ১১টি। এর মধ্যে ২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে আইটি খাতের বেশিরভাগ কোম্পানির আয় বেড়েছে। কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর২২) বা ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে করে এ তথ্য পাওয়া গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড।

আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানি ২০২৩ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ খাতের ৯০ শতাংশ কোম্পানির নিট মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র আমরা নেটওয়ার্কস লিমিটেডের নিট মুনাফা আগের বছরের প্রথমার্ধের তুলনায় এ বছরের একই সময়ে কমেছে।

কোম্পানিটি তার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে নিট মুনাফা কমার কারণ হিসবে বলেছে কোম্পানির রাজস্ব আয় হ্রাস, ফিনান্স চার্জ বাড়ার কারণে কোম্পানিটির নিট মুনাফা এ বছরের আগের বছরের প্রথমার্ধের তুলনায় এ বছরের প্রথমার্ধে কমেছে।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছরে এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ১০ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে সবচেয়ে বেশি নিট মুনাফা বেড়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেডের। কোম্পানিটি আলোচ্য সময়ে ১৪ কোটি ৫৭ লাখ টাকা। গত বছরের একই সময়ে কোম্পনিটি ৫ কোটি ৫৮ লাখ টাকা আয় করেছিল। ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯০ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে সবচেয়ে কম নিট মুনাফা করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। কোম্পানিটি আলোচ্য সময়ে ৩ কোটি ৪৯ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটি ৭ কোটি ১২ লাখ টাকা নিট মুনাফা করেছিল।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ১০ পয়সা। গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধে ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি তার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলেনছে রাজস্ব হ্রাস, ফিনান্স চার্জ বৃদ্ধি এবং কোম্পানির ডব্লিউপিপিএফ প্রয়োগের কারণে ইপিএস কমেছে।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে এডিএন টেলিকম লিমিটেড ১২ কোটি ৯৯ লাখ নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ৭ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে অগ্নি সিস্টেমস লিমিটেড ৫ কোটি ১ হাজার টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ৪ কোটি ১৪ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৭ পয়সা।

অগ্নি সিস্টেমস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এনামুল হক বলেন, করোনকালীন সময়ে সংগত কারণেই দেশের মানুষের প্রযুক্তি নির্ভরতা ব্যাপক হারে বেড়েছে । যা এখনো চলমান। পাশাপাশি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আইটি সংশ্লিষ্ট পণ্যের ব্যবহার বেড়েছে। ফলে আইটি খাতের কোম্পানিগুলোর আয় বেড়েছে।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে বিডিকম অনলাইন লিমিটেড ৪ কোটি ৪০ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ৪ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড লিমিটেড ২ কোটি ৫ হাজার টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ১ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৬ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে ইজেনারেশন লিমিটেড ৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ৫ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৭ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে জেনেক্স ইনফোসিস লিমিটেড ৩০ কোটি ২৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ২৮ কোটি ৮৪ লাখ টাকা মুনাফা করেছিল।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে জেনেক্স ইনফোসিস লিমিটেড ৩০ কোটি ২৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ২৮ কোটি ৮৪ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ টাকা ৪৯ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক লিমিটেড ২৯ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ২৮ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে আইটি কনসালটেন্টস লিমিটেড ৩ কোটি ৬৯ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে একই সময়ে কোম্পানিটি ২ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৪ পয়সা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.