আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০২৩, মঙ্গলবার |

kidarkar

পাবনায় ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ২৫০০’র অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি এবং পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখা আওয়ামী লীগের চাটমোহর উপজেলা ও সহ-সভাপতি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, আটঘরিয়া পৌরসভা ও সভাপতি মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, পাবনা সদর উপজেলা ও সভাপতি চেয়ারম্যান মোঃ মোশারোফ হোসেন, আটঘরিয়া উপজেলা ও সদস্য চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.