দর বাড়ার শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৮৪ বারে ১৩ লাখ ২৭ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আমরা টেকনোলজিসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৯২৯ বারে ২৫ লাখ ২২ হাজার ১৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭৮০ বারে ৭৭ লাখ ৪৮ হাজার ৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৯.২৬ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৮.২৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৯ শতাংশ, নাভানা ফার্মার ৭.০১ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৬৯ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যারের ৬.৩০ শতাংশ এবং বিডি থাই ফুডের ৫.৯৮ শতাংশ দর বেড়েছে।