আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার |

kidarkar

করোনায় একদিনে ২৭৫ মৃত্যু সংক্রমিত হয়েছে ৩৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ১৯৭ জন। আগের দিন মারা গেছেন ১৫৮ জন ও সংক্রমিত হন ৫১ হাজার ৪৮০ জন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৭৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৯২৭ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৪৯০ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বাশিয়ায়। আক্রান্তের দিক থেকে তালিকার ১০ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৯ জন ও মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৮৬৪ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ১২৬ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪০ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে রাশিয়ার পরই মালয়েশিয়ার অবস্থান। তালিকার ২৮ নম্বর থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ছয়জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৬২ হাজার ৬০ জন, মারা গেছেন ৩৭ হাজার জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৫৮ হাজার ২৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ১০৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৮ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ৯১ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯৮ হাজার ৪৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.