আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ মে ২০২৩, বুধবার |

kidarkar

মার্জিন ঋণ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে কিছুটা শর্ত শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন শর্তে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা এবং কোম্পানিটি যদি ‘এ’ ক্যাটাগরিতে থাকে এমন শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ সুবিধা পাবে।
বুধবার (৩ মে) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
বিএসইসির নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, যেসব কোম্পানির শেয়ার টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে আছে ও যাদের পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও ৫০ পর্যন্ত, তারা মার্জিন ঋণের সুবিধা পাবে।

এর ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে মার্জিন ঋণের সুবিধা নিয়ে দুই রকম সিদ্ধান্ত দিলো বিএসইসি। নতুন সিদ্ধান্তে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে আরও সুবিধা দিলো কমিশন।

গত ১৮ এপ্রিল এক নির্দেশনায় বলা হয়েছিল, পিই রেশিও ৪০-এর বেশি থাকা শেয়ারকে মার্জিন ঋণের জন্য যোগ্য বলে বিবেচনা করবে না স্টক এক্সচেঞ্জ। স্টক ব্রোকাররা তাদের গ্রাহকদের এ ধরনের শেয়ার কেনায় মার্জিন ঋণ দেবে না।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অর্ডিন্যান্স নং-XVII অব ১৯৬৯)-এর ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে এ বিষয়ে নির্দেশনা দেয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.