এসআইবিএল’র ৪ নতুন উপশাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ৪টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুন) প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ উপশাখা প্রাঙ্গনসমূহে উপস্থিত ছিলেন।
নতুন ৪ টি উপশাখা হচ্ছে- ঢাকার ডেমরার সাইনবোর্ডে, কুমিল্লার নাঙ্গলকোটে, খুলনার ফুলতলায় এবং টাঙ্গাইলের সখিপুরে। এখন পর্যন্ত মোট উপশাখার সংখ্যা ২০২টি।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, এসআইবিএল শুরু থেকেই মানুষের প্রয়োজন ও কল্যাণকে প্রাধান্য দিয়ে আসছে এবং নানাধরণের জীবনঘনিষ্ট সেবাপণ্য প্রবর্তন করছে। তিনি এসব সেবাপণ্যসমূহের বিভিন্ন সুবিধা উল্লেখ করেন এবং সকলকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।