মতিঝিলে আবাসিক হোটেল থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলের আবাসিক হোটেল শেল্টারের তৃতীয় তলা থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফকিরাপুলের হোটেল শেল্টারের তিন তলার ৩১৭ নং কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত ৭ জুলাই অব্দুল হালিম এ আবাসিক হোটেলে উঠেছিলেন। গতকাল রাতে তার নাকি জ্বর হয়েছিল। রাতে হোটেল বয়কে দিয়ে ওষুধ এবং কিছু খাবার কিনে আনিয়ে ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, মৃত ব্যক্তি আদম ব্যবসার পাশাপাশি জমি কেনা-বেচার ব্যবসা করতেন। ঢাকায় আসলে তিনি এ হোটেলেই থাকতেন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার চর ভাড়াদি গ্রামে। তিনি ওই এলাকার ইয়াজেল মণ্ডলের ছেলে ছিলেন।