বসুন্ধরায় উদ্বোধন হলো বিনস অ্যান্ড অ্যারোমা কফিজ’র নতুন শাখা
নিজস্ব প্রতিবেদক: উত্তরা ও ধানমন্ডির পর এবার বসুন্ধরায় নতুন শাখা চালু করলো বিনস অ্যান্ড অ্যারোমা কফিজ। সম্প্রতি, জোগীন্নাথপুর-এর বসুন্ধরা রোডে অবস্থিত রহমান এ.জে ট্রেড সেন্টারে নতুন শাখার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, সিআইপি। এছাড়াও, উপস্থিত ছিলেন বিনস অ্যান্ড অ্যারোমা কফিস লিমিটেডের চেয়ারম্যান ড. তারিক ইসলাম; বিনস অ্যান্ড অ্যারোমা কফিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমেদ রিয়াদ; ফোর্টিস গ্রুপের পরিচালক শহিদ আমিন প্রমুখ।
খাবারের গুনগতমান ও অতুলনীয় স্বাদের জন্য গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয় বিনস অ্যান্ড অ্যারোমা কফিজ। বিশ্বমানের কফি বিনের সাথে অনন্য কফি অভিজ্ঞতা প্রদানের মধ্যে দিয়ে রেস্টুরেন্টটি কফিপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নান্দনিক পরিবেশ ও নতুন খাবারের তালিকার সাথে নতুন শাখাটি সাজানো হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্টের দক্ষ কর্মীদের আতিথেয়তায় সিগনেচার ব্লেন্ডের প্রতিটি কফি সকলের মন ও শরীর চাঙ্গা করে তুলবে, প্রত্যাশা কর্তৃপক্ষের।