আজ: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ইং, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২৩, শনিবার |

kidarkar

’এ্যানুয়াল সেলস্ এন্ড মার্কেটিং কনফারেন্স- ২০২৩ এর ছবি’

নিজের প্রতিবেদক: ’অর্জনের পথে সবাই একসাথে’-এ ¯স্লোগানকে সামনে রেখে গত ০৫/১০/২০২৩ তারিখে অনুষ্ঠিত হলো রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ’এ্যানুয়াল সেলস্ এন্ড মার্কেটিং কনফারেন্স-২০২৩’। উক্ত অনুষ্ঠানটি হোটেল সী প্যালেস, কক্সবাজার-এ অনুষ্ঠিত হয় ।

২০২২-২০২৩ অর্থ-বৎসরের মাঠ ও ব্র্যান্ড পর্যায় যে সকল সেলস্ এন্ড মার্কেটিং-এর কর্মকর্তা ও কর্মীবৃন্দ রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পন্য বিক্রয়ের ক্ষেত্রে ১০০% টার্গেট অর্জন করেছেন, সে সকল কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজাউল করিম সার্টিফিকেট ও উপহার প্রদান করেন।

কনফারেন্সে পরিচালক-কর্পোরেট এ্যাফেয়ার্স জনাব এম.এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেলস এন্ড মার্কেটিং জনাব শঙ্খ বসু, জিএম অপারেশন জনাব আশোক কুমার পারিচা এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কনফারেন্সের শেষে র‌্যাফেল-ড্র সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.