আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০২৩, রবিবার |

kidarkar

এমটিবি’র রিটেইল ফেস্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ৮-১৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী রিটেইল ফেস্টের উদ্বোধন করেছে। স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়াম, এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ এ আয়োজিত হয় অনুষ্ঠানটি।

“রিটেইল ব্যাংকি-এর আনন্দ উদযাপন করুন” এই প্রতিপাদ্যের আওতায়, এই ফেস্টে গ্রাহক এবং জনসাধারণের জন্য বিভিন্ন ইভেন্ট এবং অফার থাকবে। অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে ‘এমটিবি রিটেইল ফেস্ট ২০২৩’এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দীন আহ্মাদ, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুয়ীন এবং মোঃ শাফকাত হোসেন।

এমটিবি রিটেইল ব্যাংকিং’র বিভিন্ন ডিপার্টমেন্ট বা উইং সমূহ যেমন এমটিবি কার্ড, এমটিবি প্রিভিলেজ ব্যাংকিং, এমটিবি অঙ্গনা, এমটিবি স্টুডেন্টস ব্যাংকিং, এমটিবি পে-রোল ব্যাংকিং, এমটিবি এজেন্ট ব্যাংকিং, এবং এমটিবি এনআরবি ব্যাংকিং এই উৎসব চলাকালীন সময়ে তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু ইভেন্ট এবং অফার নিয়ে আসছে।

এমটিবি প্রিভিলেজ ব্যাংকিং উৎসব চলাকালীন সময়ে ইউনাইটেড হসপিটাল ও মেডিক্স হেলথকেয়ার ভাউচার চালু করবে। এই সময়ে এমটিবি ধানমন্ডি প্রিভিলেজ ব্যাংকিং সেন্টার এবং এমটিবি উত্তরা প্রিভিলেজ ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হবে। নতুন এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারও খোলা হবে উৎসব চলাকালীন সময়ে। এমটিবি কার্ড একটি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড চালু করবে। এই সময়ের মধ্যে বাংলাদেশের রেমিট্যান্স পার্টনার এবং এমটিবি অটো ভেন্ডরদের সাথে মিটিং অনুষ্ঠিত হবে। এই উৎসব সপ্তাহে নারীদের আইটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমটিবি’র বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন কোর্স ‘এমটিবি স্বনির্ভর অঙ্গনা’এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

এই রিটেইল ফেস্ট গ্রাহকদের জন্য বিভিন্ন প্রমোশনাল অফার এবং ডিসকাউন্ট অফার প্রদান করবে, যেমন মাস্টারকার্ড ওয়ার্ল্ড এবং ভিসা সিগনেচার কার্ড হোল্ডারদের জন্য অফার, এমটিবি কার্ড হোল্ডারদের জন্য ক্যাশ ব্যাক অফার, হোম লোন এবং অটো লোনের জন্য প্রমোশনাল অফার, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেশন করে চর্কি-তে বিনামূল্যে সাবস্ক্রিপশন, ওয়ান্ডার উইম্যান থেকে কাস্টমাইজড ট্রাভেল প্যাকেজ, প্রতিদিন সিওসি রেমিট্যান্সের (ক্যাশ ওভার দ্য কাউন্টার) ২০ জন বেনিফিসিয়ারিজ-এর জন্য রিউয়ার্ড এবং ইত্যাদি।

এমটিবি রিটেইল ফেস্ট ২০২৩ রিটেইল ব্যাংকি’র আনন্দের উদযাপন এবং এমটিবি’র গ্রাহকদের সর্বোত্তম সম্ভাব্য পণ্য ও পরিষেবা প্রদানের প্রতিশ্রুত। আমরা সকল গ্রাহক এবং জনসাধারণকে এই সপ্তাহব্যাপী আনন্দ এবং উত্তেজনার উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানাই।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.