আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অক্টোবর ২০২৩, সোমবার |

kidarkar

‘সার্ভিস হিরো ২০২৩’ আয়োজন করেছে এমটিবি

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ব্যাংকের সর্বোৎকৃষ্ট গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে কতিপয় কর্মীদের ‘সার্ভিস হিরো’ স্বীকৃতি প্রদান করেছে।

সার্ভিস হিরোরা তাদের অনন্য সেবা দিয়ে ব্যাংকের গ্রাহক ও সহকর্মীদের সন্তুষ্ট করতে অটুট নিষ্ঠা প্রদর্শন করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সার্ভিস হিরোদের স্বীকৃতি-স্বরূপ সনদ সহ সম্মাননা প্রদান করেন।

এছাড়াও মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও; গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসি; রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো; মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার; মোঃ শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি; উসমান রাশেদ মুয়ীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং শারমিন আহমেদ, হেড অব সার্ভিস কোয়ালিটি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুরস্কার বিজয়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.