রংপুর-৫ আসন ট্রাকের ধাক্কায় উল্টে গেলো রাশেকের নৌকা
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর ) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি এক লাখ নয় হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল চারটায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে।
১৫০টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ২১ হাজার ৯৮৪ জন এবং পুরুষ দুই লাখ ১৮ হাজার ৩৪৭ ও তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন।