আজ: সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ইং, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ মার্চ ২০২৪, শুক্রবার |

kidarkar

কোন দেশে কত ঘন্টা রোজা?

নিজস্ব প্রতিবেদক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজানের সময়ের তারতম্য হয়ে থাকে। চন্দ্রবছর সৌরবছরের চেয়ে ১১ দিন ছোট হওয়ায় ২০৩০ সালে রমজান দু’বার পালন করা হবে। ওই বছরে প্রথমে ৫ জানুয়ারি এবং তারপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে রমজান মাস।

এবছর চিলি বা নিউজিল্যান্ডের মতো বিশ্বের দক্ষিণাংশের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা প্রায় ১২ ঘণ্টা রোজা রাখবেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারীরা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখবেন।

সারা বিশ্বের কোন শহরে গড়ে কত ঘণ্টা রোজা তা তুলে ধরা হলো-

  •  নুউক, গ্রিনল্যান্ড : ১৬ ঘণ্টা
  •  রিকজাভিক, আইসল্যান্ড : ১৬ ঘণ্টা
  • হেলসিঙ্কি, ফিনল্যান্ড : ১৫ ঘণ্টা
  • অসলো, নরওয়ে : ১৫ ঘণ্টা
  • গ্লাসগো, স্কটল্যান্ড : ১৫ ঘণ্টা
  • বার্লিন, জার্মানি : ১৫ ঘণ্টা
  • ডাবলিন, আয়ারল্যান্ড : ১৫ ঘণ্টা
  • মস্কো, রাশিয়া : ১৫ ঘণ্টা
  • আমস্টারডাম, নেদারল্যান্ডস : ১৫ ঘণ্টা
  •  ওয়ারশ, পোল্যান্ড : ১৫ ঘণ্টা
  •  আস্তানা, কাজাখস্তান : ১৫ ঘণ্টা
  •  ঢাকা, বাংলাদেশ : ১৪ ঘণ্টা
  •  ব্রাসেলস, বেলজিয়াম : ১৪ ঘণ্টা
  •  লন্ডন, যুক্তরাজ্য : ১৪ ঘণ্টা
  •  জুরিখ, সুইজারল্যান্ড : ১৪ ঘণ্টা
  •  স্টকহোম, সুইডেন : ১৪ ঘণ্টা
  •  বুখারেস্ট, রোমানিয়া : ১৪ ঘণ্টা
  •  সারাজেভো, বসনিয়া ও হার্জেগোভিনা : ১৪ ঘণ্টা
  •  সোফিয়া, বুলগেরিয়া : ১৪ ঘণ্টা
  •  রোম, ইতালি : ১৪ ঘণ্টা
  •  মাদ্রিদ, স্পেন : ১৪ ঘণ্টা
  •  প্যারিস, ফ্রান্স : ১৪ ঘণ্টা
  •  লিসবন, পর্তুগাল : ১৪ ঘণ্টা
  •  আঙ্কারা, তুরস্ক : ১৪ ঘণ্টা
  •  অটোয়া, কানাডা : ১৪ ঘণ্টা
  •  টোকিও, জাপান : ১৪ ঘণ্টা
  •  বেইজিং, চীন : ১৪ ঘণ্টা
  •  অ্যাথেন্স, গ্রিস: ১৪ ঘণ্টা
  •  নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
  •  ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
  •  লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
  •  তিউনিস, তিউনিসিয়া :  ১৪ ঘণ্টা
  •  আলজিয়ার্স, আলজেরিয়া : ১৪ ঘণ্টা
  •  তেহরান, ইরান : ১৪ ঘণ্টা
  •  কাবুল, আফগানিস্তান : ১৪ ঘণ্টা
  •  নয়াদিল্লি, ভারত : ১৪ ঘণ্টা
  •  রাবাত, মরক্কো : ১৪ ঘণ্টা
  •  দামেস্ক, সিরিয়া : ১৪ ঘণ্টা
  •  ইসলামাবাদ, পাকিস্তান : ১৪ ঘণ্টা
  •  বাগদাদ, ইরাক : ১৪ ঘণ্টা
  •  বৈরুত, লেবানন : ১৪ ঘণ্টা
  •  আম্মান, জর্ডান : ১৪ ঘণ্টা
  •  গাজা উপত্যকা, ফিলিস্তিন : ১৪ ঘণ্টা
  •  কায়রো, মিসর : ১৪ ঘণ্টা
  •  দোহা, কাতার : ১৩ ঘণ্টা
  •  দুবাই, সংযুক্ত আরব আমিরাত : ১৩ ঘণ্টা
  •  খার্তুম, সুদান : ১৩ ঘণ্টা
  •  রিয়াদ, সৌদি আরব : ১৩ ঘণ্টা
  •  আবুজা, নাইজেরিয়া : ১৩ ঘণ্টা
  •  এডেন, ইয়েমেন : ১৩ ঘণ্টা
  •  ডাকার, সেনেগাল : ১৩ ঘণ্টা
  •  আদ্দিস আবাবা, ইথিওপিয়া : ১৩ ঘণ্টা
  •  বুয়েনস আয়ার্স, আর্জেন্টিনা : ১৩ ঘণ্টা
  •  কলম্বো, শ্রীলঙ্কা : ১৩ ঘণ্টা
  •  কুয়ালালামপুর, মালয়েশিয়া : ১৩ ঘণ্টা
  •  মোগাদিশু, সোমালিয়া : ১৩ ঘণ্টা
  •  সিউদাদ দেল এস্তে, প্যারাগুয়ে : ১৩ ঘণ্টা
  •  নাইরোবি, কেনিয়া : ১৩ ঘণ্টা
  •  হারারে, জিম্বাবুয়ে : ১৩ ঘণ্টা
  •  জাকার্তা, ইন্দোনেশিয়া : ১৩ ঘণ্টা
  •  লুয়ান্ডা, অ্যাঙ্গোলা : ​​১৩ ঘণ্টা
  •  ব্যাংকক, থাইল্যান্ড : ১৩ ঘণ্টা
  •  ব্রাসিলিয়া, ব্রাজিল : ১৩ ঘণ্টা
  •  জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা : ১৩ ঘণ্টা
  •  মন্টেভিডিও, উরুগুয়ে : ১৩ ঘণ্টা
  •  ক্যানবেরা, অস্ট্রেলিয়া : ১৩ ঘণ্টা
  •  পুয়ের্তো মন্ট, চিলি : ১৩ ঘণ্টা
  • ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড : ১৩ ঘণ্টা

সূত্র: আল জাজিরা

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.