আজ: শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ইং, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মে ২০২৪, রবিবার |

kidarkar

সিংহভাগ শেয়ারে নেই ক্রেতা, নুয়ে পড়েছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : অব্যাহত দরপতনে নুয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। দৈনন্দিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামই পড়তির দিকে। ক্রেতাশূন্য বাজারে এখন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও হু-হু করে কমছে। পুঁজিবাজার ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী। প্রতিনিয়ত কমছে বাজার মূলধন। নিস্তেজ হয়ে পড়ছে ক্রেতাশূন্য পুঁজিবাজার।

ধারাবাহিক দরপতনের ফলে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ২০২ কোটি টাকা বা দশমিক ৭৪ শতাংশ। অপরদিকে টানা দরপতনে বাজার ছেড়েছেন ২ হাজার ১৮৮ জন বিনিয়োগকারী।এমনবস্থায় আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢালাও দরপতন হয়েছে। তবে এমন পতনের পেছনে আরেকটি কারণ পুঁজিবাজারে লেনদেন মুনাফা বা ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ আয়কর আরোপের খরব।

আগামী বাজেটে বড় বিনিয়োগকারীদের ওপর কর আরোপ করা হতে পারে। যদি একজন বিনিয়োগকারী ৪০ লাখ টাকার বেশি লাভ করেন, তাহলে সরকারকে কর দিতে হতে পারে। এক্ষেত্রে করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে।এমন খবরের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে । ফলে পুঁজিবাজারে ঢালাও দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পতন, আ্সন্ন বাজেটে গেইন ট্যাক্স আরোপ, বাণিজ্যিক ব্যাংকগুলোর চড়া সুদ-সহ নানা কারণে পুঁজিবাজারে টানা পতন চলছে। তবে ঢালাওভাবে টানা পতন কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। এর পেছনে কোন গোষ্ঠি উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে কিনা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখার আহবান বাজার সংশ্লিষ্টদের।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, দর কমেছে ৩৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

ডিএসইতে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৭ কোটি ৫৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৭৯ লাখটাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৭ পয়েন্টে।

সিএসইতে ২২৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫ টির দর বেড়েছে, কমেছে ১৮৬ টির এবং ১২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

১ টি মতামত “সিংহভাগ শেয়ারে নেই ক্রেতা, নুয়ে পড়েছে পুঁজিবাজার”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.