আজ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ইং, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুন ২০২৪, সোমবার |

kidarkar

পাঁচ কার্যদিবস পর পতন: সবকিছুই কমেছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন টানা পতনের পর ১২ জুন উত্থানে ফেরে উভয় পুঁজিবাজার।টানা পাঁচ কর্মদিবস ইতিবাচক থাকার পর আজ সোমবার (২৪ জুন) পুঁজিবাজারে বড় সংশোধন প্রবণতা দেখা যায়। আজ লেনদেন শুরু হয় উত্থান প্রবণতায়। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। ৬-৭ মিনিটের মধ্যেই নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এরপর থেকে দিনভর পতনের বড় ঝাঁকুনি নিয়ে লেনদেন অব্যাহত থাকে। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৪৫ পয়েন্টের বেশি পড়ে যায়। তারপর বেলা ১টার সূচকের কিছুটা উন্নতি হতে থাকে। যা শেষবেলায় পতন প্রায় ২৮ পয়েন্টে স্থির হয়।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, দর কমেছে ২৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।

ডিএসইতে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬ কোটি ৮৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৬ পয়েন্টে।

সিএসইতে ২২১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১ টির দর বেড়েছে, কমেছে ১৪৬ টির এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.