সাভার- আশুলিয়ায় শিল্প কারখানা ছুটি
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মধ্যেই সাভার ও আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর ১টার পর অনেক পোশাক কারখানা উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ।
পোশাক কারখানার মালিকরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চলমান সংকটে কারখানা চালানো এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে কারখানায় কাজ বন্ধ রাখার আহ্বান জানান নেতারা।
তবে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন নির্দেশনা না দেওয়া সকাল থেকেই কারখানা খোলা রাখেন মালিকরা। তবে অসহযোগের মধ্যে কারখানায় হাজিরা নিশ্চিত করতে এদিন দুর্ভোগের কবলে পড়েন কয়েক লাখ শ্রমিক।