নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জেলায় ৯৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দশজন, নরসিংদীতে ছয়জন, ফেণীতে আটজন, সিরাজগঞ্জে বাইশজন, মুন্সিগঞ্জে তিনজন, বগুড়ায় পাঁচজন, মাগুরায় চারজন, ভোলায় একজন, রংপুরে চারজন, পাবনায় তিনজন, কুমিল্লায় তিনজন, বরিশালে একজন, সিলেটে পাঁচজন, জয়পুরহাটে দুজন, কিশোরগঞ্জে পাঁচজন, লক্ষ্মীপুরে আটজন, শেরপুরে তিনজন, হবিগঞ্জে একজন রয়েছেন।