নিজস্ব প্রতিবেদক: এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বরিশালের বরগুনায় অবস্থিত পাথরঘাটায় একটি ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধন করেছে। এর মাধ্যমে, দীর্ঘস্থায়ীভাবে উক্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণ হবে।
দেশের পরিবেশ খাতের প্রতি এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির অংশ হিসেবে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিনের (WASH) নিশ্চিতকরণের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী, গোলাম রাব্বানী। উদ্বোধনী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক, শাহাবুদ্দিন পান্না।