আজ: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ইং, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে ইবিএল

নিজস্ব প্রতিবেদক:  দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে। প্রাথমিক ভাবে, সারাদেশে ২০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এই সেবা প্রদান করা হবে।

ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী রবিবার (০১ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামি ব্যাংকিং সেবার উদ্ধোধন করেন।

শওকত আলী চৌধুরী তার বক্তবে বলেন, “শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করছি। বাংলাদেশসহ সারাবিশ্বের এ জাতীয় ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠছে। একটি আধুনিক ও গতিশীল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহক চাহিদা পুরনে উদ্যোগী হওয়াটা ছিল আমাদের জন্য অবশ্য করনীয়। ইসলামী ব্যাংকিং সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমার আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলী রেজা ইফতেখার জনান, “একটি কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইবিএল সকল শরীয়াহ আইন ও আদর্শ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইসলামী ব্যাংকিংয়েরর সকল প্রডাক্ট ও পলিসি শরীয়াহ কমপ্লায়েন্ট। গ্রাহকদের বৈচিত্রময় চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ইসলামী ব্যাংকিং প্রডাক্ট ও সেবা অফার করছি।”

শাহেদ রহমানি আশা প্রকাশ করেন, “ইবিএল তার ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরীয়াহ বিষয়ে কোন আপোষ করবেনা।” সুন্দর ব্যাংকিং অভিজ্ঞতার জন্য তিনি সকল গ্রাহককে ইবিএল ইসলামী ব্যাংকিং সেবা গ্রহনের আহবান জানান।

ইবিএল ইসলামী ব্যাংকিং বিভাগের উপ-প্রধান এ.কে.এম. মিজানুর রহমান গ্রাহকদের জন্য অফারকৃত বিভিন্ন প্রডাক্ট ও সেবার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

আল-ওয়াদিয়াহ, মুদারাবাহ, মুসরাকাহ ও ইজারাহ চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের সঞ্চয় ও অর্থায়ন প্রডাক্ট অফার করছে ইবিএল ইসলামী ব্যাংকিং। শরীয়াহর ভিত্তিতে অন্যান্য ব্যাংকিং সেবা যেমন রিটেইল, এসএমই, করপোরেট, ট্রেড ইত্যাদি গ্রহণ করতে পারবেন। এই ব্যাংকিংয়ের অধীন ইবিএল অনন্য একটি সেবা -কন্টিনিউয়াস মুসরাকাহ ফাইন্যান্স (CMF) অফার করছে, যা চলতি মূলধন সমস্যা সমাধানে সহায়ক হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.