বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানে এগিয়ে এলো আলীগড় ওল্ড বয়েস এসোসিয়েশন অব বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: গত ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংগঠনটি দ্বারা পরিচালিত ডাঃ জোহরা বেগম কাজী দাতব্য চিকিৎসালয়ের অধীনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের পরিকট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ০৫ জন ডাক্তার দিয়ে ২-টি ভিন্ন-ভিন্ন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মোট ৫ শতাধিক দুর্গত রোগীর স্বাস্থ্য পরীক্ষা করতঃ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় সংগঠনের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল কাদের কিবরিয়া সহ এখানেও কয়েকজন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পগুলিতে পাঁচজন ডাক্তার ৫০০-রও বেশি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এই উদ্যোগে উপস্থিত ছিলেন আলীগড় ওল্ড বয়েস এসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি, জনাব মোহাম্মদ আব্দুল কাদের কিবরিয়া, ট্রেজারার জনাব শফিকুল ইসলাম, এবং অন্যান্য সদস্যরা। এ ছাড়া, ডাঃ জোহরা বেগম কাজী দাতব্য চিকিৎসালয়ের মেডিকেল অফিসার ডাঃ আফরিনা আক্তার রুম্পা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই উদ্যোগটি আলীগড় ওল্ড বয়েস এসোসিয়েশন অব বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে।