নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে গত ০৮.০৯.২০২৪ ইং তারিখে রোজ রবিবার ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দের সাথে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর জনাব আহসান এইচ মনসুর এর বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে পরিচালনা পর্ষদ গঠনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৈঠকে গভর্নর মহোদয় ইউনিয়ন ব্যাংকের সার্বিক অবস্থা জানতে চান। পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ বিস্তারিত ভাবে তা উপস্থাপন করেন। গভর্নর মহোদয় ইউনিয়ন ব্যাংকের সার্বিক অবস্থা দ্রুত উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র জনাব মোঃ মেজবাউল হকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।