আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

জুলাইয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে পৌনে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গত জুলাই মাসজুড়ে ছাত্র–জনতার আন্দোলন ও সেটিকে কেন্দ্র করে ব্যাপক সংহিসতার জেরে দেশে–বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেছে। দেশের অভ্যন্তরে জুলাইয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে প্রায় পৌনে ১৪ শতাংশ। আর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে সাড়ে ৯ শতাংশ।

দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৩৪৩ কোটি টাকা। জুনে যার পরিমাণ ছিল ২ হাজার ৭১৬ কোটি টাকা। সেই হিসাবে জুনের চেয়ে জুলাইয়ে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৭৩ কোটি টাকা বা ১৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে। একইভাবে জুলাইয়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৭৫ কোটি টাকা। জুনে যার পরিমাণ ছিল ৫২৫ কোটি টাকা। সেই হিসাবে জুনের চেয়ে জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ৫০ কোটি টাকা বা সাড়ে ৯ শতাংশ।

প্রতিবেদনের তথ্য বলছে, ছাত্র–জনতার আন্দোলনে উত্তাল জুলাই মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই মাসে দেশটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। জুনে যার পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় ৪ শতাংশ বেড়েছে। তার বিপরীতে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে জুলাইয়ে। ওই মাসে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৭৩ কোটি টাকা। জুনে যার পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১৯ কোটি টাকা বা ২১ শতাংশ।

ছাত্র–জনতার আন্দোলনের মধ্যে জুলাইয়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমলেও থাইল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত বা ইউএইতে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। জুলাই মাসে বাংলাদেশিরা এ তিন দেশে যথাক্রমে ৫০, ৩৯ ও ২৫ কোটি টাকা খরচ করেছেন। জুন মাসে এই তিন দেশে বাংলাদেশিদের খরচের পরিমাণ ছিল যথাক্রমে ৪৫, ৩৫ ও ২১ কোটি টাকা। গত কয়েক মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাধারণত দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে; কিন্তু গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে ফেলে। এর ফলে জুলাইয়ে বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি। এ কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে বলে মনে করছেন ব্যাংক খাত–সংশ্লিষ্টরা।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। জুলাইয়ে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১৩৮ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে জুলাই মাসে বাংলাদেশিরা খরচ করেছেন ৮৩ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ জুনের তুলনায় কমেছে। কারণ, জুলাইয়ে সার্বিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.