আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়াবন্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়োজনে শুরু হয়েছে ‘ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ ফুটবল, সিজন-৫।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বুয়েটের পানিসম্পদ প্রকৌশল (ডবিøউআরই) বিভাগের অধ্যাপক ও বুয়েটের ফুটবল উপদেষ্টা ড. মোস্তফা আলী। এ সময় ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হয় সান্তিয়াগো বার্নাবুয়েট ও এনআর ওয়ারিয়র্স। এই ম্যাচে অবশ্য কেউ জিতেনি। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। ম্যাচসেরা হন এনআর ওয়ারিয়র্সের নিপুন।

আগামীকাল বিকেলে দ্য ইনক্রিডেবলস ও টিম মাইটি এবং এনআর ওয়ারিয়র্স ও টিম এম অ্যান্ড এস মুখোমুখি হবে।
পাঁচটি দলের অংশগ্রহণে ১৬দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সেদিন ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.