আজ: সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ইং, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

ইউসিবি’তে আয়োজিত হয়েছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ওপেন ডে প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একাউন্টিং, বিজনেস, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও সেরা ডিগ্রি অর্জনের সুবিধার্থে স্বনামধন্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সাথে অংশীদারিত্ব সম্পন্ন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠানটি সম্প্রতি গুলশানে তাদের ক্যাম্পাসে একটি “ওপেন ডে” অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা ইউসিবি’র অধীনে ইউনিভার্সিটি অফ লন্ডন (ইউওএল)’এর বিভিন্ন ডিগ্রি অধ্যয়ন প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে পারেন। আয়োজনে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্ট্যাটিসটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল ডিরেক্টর ড. জেমস অ্যাবডি উপস্থিত ছিলেন।

ওপেন ডে প্রোগ্রামে এলএসই কারিকুলামের বিশেষত্ব নিয়ে তথ্যবহুল আলোচনা করেন প্রধান অতিথি ড. অ্যাবডি। ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে তুলতে পারে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপ সিইও মানাস সিং; ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল; ডিন অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন; এবং চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্যারিয়ারে সাফল্য অর্জনে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রফেসর হিউ গিল। এরপর ইউসিবি’তে শিক্ষার্থীদের সেরা সাফল্যের জন্য এলএসই কীভাবে নিজস্ব কারিকুলাম প্রস্তুত করে থাকে, এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. জেমস অ্যাবডি।

বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় এলএসই, কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং অনুসারে বিশ্বে ৬ষ্ঠ সেরার অবস্থান অর্জন করেছে। আইসিএ, সিআইএমএ, ও এসিসিএ’র মত বিভিন্ন পেশাদারি সংস্থা এলএসই’র বিভিন্ন ডিগ্রির স্বীকৃতি প্রদান করে থাকে। তাই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ও ডেটা অ্যানালিটিক্সের মত নানা বিষয়ে পেশাদারিত্ব অর্জনে অনেক ক্ষেত্রে ইউসিবি শিক্ষার্থীদের আলাদা করে প্রফেশনাল পরীক্ষা দিতে হয় না। এলএসই’র প্রণয়ন ও তত্ত্বাবধানে চারটি পূর্ণাঙ্গ ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে ইউসিবি। শিক্ষার্থীরা তিন বছর পড়াশোনা সম্পন্ন করে পরবর্তীতে নিজেদের সুবিধা অনুসারে ঢাকায় অথবা লন্ডনে সমাবর্তন গ্রহণ করতে পারেন। ইউসিবি’তে এলএসই প্রণীত ডিগ্রি’র পরবর্তী ইনটেক হবে আগামী ১৪ অক্টোবর, ২০২৪।

“শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের বাজার চাহিদার সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান দানে মূল প্রাধান্য দিয়ে এলএসই তাদের বিভিন্ন ডিগ্রির কারিকুলাম তৈরি করে। এটি বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের একটি, সুতরাং, ইউসিবি’তে এলএসই’র শিক্ষার্থীরা একাউন্টিং, বিজনেস, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সের প্রতিটি বিষয়ে সম্ভাব্য সেরা দিকনির্দেশনায় পড়াশোনা করেন। উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের সাথে আজ ইউসিবি’তে এলএসই প্রোগ্রামগুলোর বিষয়ে আলোচনা করতে পেরে এবং তাদের ক্যারিয়ারে অনন্য সম্ভাবনার বিষয়ে জানাতে পেরে আমি আনন্দিত”, বলেন ড. জেমস অ্যাবডি।

ইউসিবি প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “ইউসিবি’তে আমরা এলএসই স্বীকৃত শিক্ষকদের দ্বারা এলএসই প্রণীত ডিগ্রি’র শিক্ষাদান করে থাকি, যার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ারে সেরা সাফল্য অর্জনের পথে এগিয়ে থাকেন”।

ওপেন ডে’তে উপস্থিত সকলে ইউসিবি ও এলএসই’র অংশীদারিত্বের ধারাবাহিকতায় দেশে থেকেই আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা অর্জন ও উজ্জ্বল ক্যারিয়ার গঠনে বিভিন্ন পরামর্শ লাভ করেন। দেশের শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও এধরণের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সফল একাডেমিক ক্যারিয়ার গঠনে সহযোগিতা অব্যাহত রাখতে চায় ইউসিবি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.