ক্যাটাগরি পরিবর্তনের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একযোগে ২৮টি কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। পুঁজিবাজারের এ সংকটকালীন সময়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার নেতিবাচক প্রভাব দেখা গেছে আজকের লেনদেনে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে প্রায় তিনশো শেয়ারের দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে ১২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ২০৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, বিপরীতে ২৯৯ কোম্পানির দর কমেছে। আর ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।