গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ
বিনোদন ডেস্ক: নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন গোবিন্দ। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্র অনুযায়ী, গোবিন্দর পায়ে গুলি লেগেছে। এদিন ভোর ৫টায় শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে হাঁটুতে লাগে তার।
গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি করা হয় এই অভিনেতাকে।
হাসপাতাল সূত্রের খবর, গোবিন্দর শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত অভিনেতাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
তবে ঠিক কীভাবে গোবিন্দার নিজের রিভলভার থেকে ভুল করে গুলি বেরিয়ে তার পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ইতোমধ্যে বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।