পুলিশ থেকে এমপি: বগুড়ার হাবিবর রহমানের সম্পদের পাহাড়
নিজস্ব প্রতিবেদক: পুলিশ থেকে সংসদ সদস্য (এমপি)। গত ১৫ বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে-বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। আর শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দুদকের।
বগুড়া-৫ আসন থেকে ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান সাবেক এসপি হাবিবর রহমান। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় গড়েন হাবিবর রহমান। ধুনটে জালশুকায় আদি বাড়ির পাশে ৭০ বিঘা বিল-বাইশা দখল করে তার সঙ্গে দেড়শ বিঘা জমি নিয়ে গড়ে তোলেন বাবু পার্ক সিটি। এছাড়া, ধুনট শহরে ২১ শতাংশ জায়গার ওপর বাণিজ্যিক ভবন, শেরপুরের ছনকায় ৫০ বিঘা জমির আসিফ ব্রিক ফিল্ড, শেরপুর শহরের দুবলাগাড়িতে ৩০ বিঘার উপরে নির্মাণ করেছেন বাগান বাড়ি ও হিমাগার।
অভিযোগ উঠেছে, এসব শত কোটি টাকার সম্পদের বাইরেও তার আছে দেশ-বিদেশে আরও হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। এসব সম্পদের উৎস তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবারসহ আত্মগোপনে অভিযুক্ত হাবিবর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।