আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

বিএসইসি’র মেইন গেটে বিনিয়োগকারীদের তালা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে টানা পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবন ঘেরাও করে মেইন গেটে তালা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিএসইসি চেয়ারম্যানসহ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাড়ে ৩টার দিকে তারা মেইন গেটে তালা ঝুলিয়ে দেন বিনিয়োগকারীরা।

অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান নিয়েছেন।

বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনের সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ সমাবেশ করছেন।

এদিকে বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।

এর আগে সকালের বৃষ্টি উপেক্ষা করে সাধারণ বিনিয়োগকারীর ব্যানারে ডিএসই এর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করছেন তারা।

মানববন্ধন শেষে বিএসইসির উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচির মাধ্যমে বিএসইসি ভবনের সামনে জড়ো হন তারা।

এদিকে বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে অবশেষে সপ্তাহের শেষ কার্যদিবস ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার।

তবে বিশ্লেষকরা এটাকে কৃত্রিম বলে মনে করছেন। তাদের দাবি, বাজারকে কৃত্রিমভাবে ইতিবাচক প্রবণতায় ফেরানো হয়েছে। এই ইতিবাচকতা কোনো ভাবেই বাজারের জন্য স্থায়ী সমাধান হতে পারে না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.