যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে রেনেটার ওষুধ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির দুইটি ওষুধ যুক্তরাজ্যের বাজারে যুক্ত হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে।
এই উচ্চ-মানের পণ্যগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।
রেনেটা-ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
বাংলাদেশে এই ওষুধগুলো তাদের স্থানীয় ব্র্যান্ড সেরোনেক্স (সারট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত।