এডিএন টেলিকম ২০২৩ সালের ১১তম আইসিএসবি জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স পুরস্কার অর্জন করেছে
নিজস্ব প্রতিবেদক: এডিএন টেলিকম লিমিটেড ২০২৩ সালের ১১তম আইসিএসবি জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স পুরস্কারে রৌপ্য পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কার এডিএন টেলিকম কর্পোরেট গভর্নেন্সের নীতিমালার প্রতি অবিচল প্রতিশ্রুতির একটি বিশেষ স্বীকৃতি। ২০২৪ সালের ৫ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোম্পানিটির উদাহরণস্বরূপ কর্পোরেট গভর্নেন্স প্রথার প্রতি প্রতিশ্রুতি স্বীকৃত হয়।
পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত ছিলেন এডিএন টেলিকমর ব্যবস্থাপনা পরিচালক মি. হেনরি হিলটন এবং কোম্পানি সেক্রেটারি মি. মো. মনির হোসেন, এফসিএস। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এডিএন টেলিকম লিমিটেড, দেশের টেলিযোগাযোগ খাতের একজন নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল এবং গতিশীল অঞ্চলে সফলভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে, কোম্পানিটি উন্নত নেটওয়ার্ক এবং উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবা প্রদান করছে, যা ভোক্তাদের আরও ডিজিটাল এবং সংযুক্ত জীবনযাত্রায় রূপান্তরে সহায়ক হচ্ছে। ক্রমবর্ধমান আন্তঃসংযোগিত বিশ্বে এডিএন টেলিকম লিমিটেড উদ্ভাবন, নির্ভরযোগ্যতা এবং উৎকর্ষের একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত।
বাংলাদেশের চার্টার্ড সেক্রেটারিস ইনস্টিটিউট (আইসিএসবি) এক দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যতিক্রমী কাজকে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সাউন্ড কর্পোরেট গভর্নেন্স নীতির গ্রহণের জন্য উৎসাহিত করে।
পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্পোরেট গভর্নেন্স কোডের নীতিমালার প্রতি তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে। এবারের পুরস্কারের থিম ছিল “গভর্নিং এক্সেলেন্সের প্রচার”।
উল্লেখ্য, এডিএন টেলিকম লিমিটেড ২০২২ সালের ১০ম আইসিএসবি জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স পুরস্কারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যাটাগরিতে স্বর্ণ পুরস্কারও অর্জন করেছিল।