আজ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ইং, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২৪, সোমবার |

kidarkar

আইসিবিসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ চান বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যরা পদত্যাগ করলেই শেয়ারবাজার সাই সাই করে উর্ধ্বমূখী হবে বলে জানিয়েছে বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পতদ্যাগ চান।

সোমবার (০৭ অক্টোবর) বিএসইসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা জানান বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পক্ষে এ কথা বলেন এস এম ইকবাল হোসেন। তিনি শেলটেক সিকিউরিটিজ হাউজের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন।

বিনিয়োগকারীরা বলেন, বিএসইসি, ডিএসই এবং আইসিবিসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করলে কোনো বিনিয়োগ ছাড়াই শেয়ারবাজার সাই সাই করে উপরের দিকে ছুটতে থাকবে। এতে করে সাধারণ বিনয়োগকারীরা লাভবান হবেন।

এ সময় আরেক বিনিযোগকারী বলেন, শেয়ারবাজার, সাধারণ বিনিয়োগকারী এবং দেশের স্বাথে বিএসইসির স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রকাশ করতে হবে। তবে সবার আগে স্বল্পমেয়াদী রোডম্যাপে প্রকাশ করতে হবে। তিনি বলেন, আগামী রোববারের মধ্যে স্বল্পমেয়াদী রোডম্যাপ দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের রক্ত যেহেতু লাল, তাই আমরা লাল রং দিয়ে এই ভবগুলো রাঙিয়ে দিয়ে যাবো। যাতে করে আপনার অনুভব করতে পারেন বিনিয়োগকারীরা অনেক কষ্টে আছেন।

ওই বিনিয়োগকারী বলেন, টিভিতে টকশোতে অনেকেই বড় বড় কথা বলছেন। তারা বলেন, কেউ যদি ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলতে চান এবং ১৫ বছরের ক্যাপিটার মার্কেটের পারফর্মেন্স নিয়ে কথা বলতে চান আমরা প্রস্তুত আছি। যেই টেবিলেই বসতে চান আমাদের প্লাটফর্ম ওপেন। আমরা আপনাদের প্রমাণ করে ছাড়বো সিকিউরিটিজ কমিশন কি কি অন্যায় করেছে। ১৫ বছরে তারা কোন কোন বিষয়ে প্রমোট করেছে। ডিএসই কি করেছে, আইসিবি কি করেছে।

বিনিয়োগকারীরা বলেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে যাবো না, এখানে পুলিশ ভাইয়েরা আছেন তাদের সাথেও মারামারি করতে যাবো না।

বিনিয়োগকারীরা বলেন, বিএসইসি একা কখনোই শেয়ারবাজার ঠিক করতে পারবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আইসিবি এবং এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.