জিপিএইচের ইপিএসে ২০৫% প্রবৃদ্ধি, নেপথ্যের কারণ যা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড সর্বশেষ হিসাববছরে নিট মুনাফা ও শেয়ার প্রতি আয়ে (ইপিএস) বড় প্রবৃদ্ধি অর্জন করেছে। আলোচিত বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২২১ শতাংশ। অন্যদিকে ইপিএসে প্রবৃদ্ধি হয়েছে ২০৫ শতাংশ।
জিপিএইচ ইস্পাতের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। একই বৈঠকে পরিচালকরা কোম্পানির শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেন।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটি ৮৫ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ২৬ কোটি ৭৬ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৯ কোটি ১ লাখ টাকা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ৫৮ পয়সা ছিল। আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ১৯ পয়সা।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত বছর কোম্পানির পরিচালন মুনাফা ছিল আগের বছরের প্রায় সমান। কিন্তু এ সময়ে বিভিন্ন খাতে ব্যয় হ্রাস হওয়ায় নিট মুনাফা বেড়েছে।
সূত্র অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধির কারণে জিপিএইচ ইস্পাতকে ২৩২ কোটি ৫০ লাখ টাকা লোকসান গুণতে হয়, যা পরের বছর কমে ৭৯ কোটি ৩১ লাখ টাকায় নেমে আসে। তাতে অর্থায়ন ব্যয় কমে ৫১ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে করজনিত ব্যয় কমে ৬ কোটি ৬৬ লাখ টাকা।