আজ: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ইং, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২৪, সোমবার |

kidarkar

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিসিএস

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের প্রাচীন ও শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এর উদ্যোগে ০৫ অক্টোবর রোজ শনিবার বন্যায় ভুক্তভোগী ১০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

রংপুর জেলার কাউনিয়া উপজেলার অন্তর্গত
তিস্তা নদীর পাড় ঢুসমারা চরে সোসাইটির সদস্যবৃন্দ এবং স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছায়ে দেওয়া হয়।

বিসিএস এর জয়েন্ট সেক্রেটারি ও ত্রাণ কমিটির আহবায়ক মোঃ জারাফাত ইসলাম বলেন, মনুষ্যত্ববোধ থেকেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেইসাথে ত্রাণ কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য ম্যানেজমেন্ট  কমিটি ও কাউন্সিলরবৃন্দ, ফেলো, সদস্য, সহযোগী সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিসিএস এর জয়েন্ট সেক্রেটারি ও ত্রাণ কমিটির সদস্য প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিৎ। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে দূর থেকে বহুদূর।

বিসিএস এর কাউন্সিলর ও ত্রাণ কমিটির অন্যতম সদস্য ওয়াহিদ মুরাদ বলেন, অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করার অনুভূতিটা বেশ আনন্দের। আশা করি এই ধরণের মহৎ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পথচলা মসৃণ হবে।

এছাড়াও উপস্থিত ছিল বিসিএস এর সদস্য মুকুল চন্দ্র রায়, মো. রেজবানুল ইসলাম এবং অফিস ব্যবস্থাপক জিয়াউর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.