আজ: সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ইং, ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অক্টোবর ২০২৪, বুধবার |

kidarkar

চুরি হয়েছে ১১ কোটি নাগরিকের তথ্য

নিজস্ব প্রতিবেদক: তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০১৯ সালের ১৭ জুলাই ‘পরিচয়’ নামে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের একটি গেটওয়ে উদ্বোধন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ই-সেবা দেয়ার কথা বলে চালু করা এই গেটওয়ে ব্যবহার করে নাগরিকের তথ্য ফাঁস করা হয়।

এবার জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এনামুল হক নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন, যেখানে জয় ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন। জাতীয় নিরাপত্তা ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা।

পুলিশ জানায়, নাগরিকের ফাঁস হওয়া তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে চক্রটি। এই ঘটনায় ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায়  নিরাপত্তাহীনতার রয়েছে সাধারণ মানুষ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.