আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

টি. কে. গ্রুপের পণ্য আমদানিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্ভাবনী বাণিজ্যিক সমাধান

নিজস্ব প্রতিবেদক:­­ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি টি.কে গ্রুপ এর জন্য একটি ইউনিক স্ট্রাকচার্ড ট্রেড সল্যুশন বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে গ্রুপ টি গুরুত্বপূর্ণ পণ্য, প্রতিকূল বাজার অবস্থা অতিক্রম করে, অতন্ত্য সহজে ও প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে সক্ষম হবে। এ সমাধানটির মাধ্যমে পরিশোধিত, ব্লিচকৃত ও ঘ্রাণ মুক্ত  (আরবিডি) পাম অয়েল; অপরিশোধিত সয়াবিন তেল (সিডিএসও); গম ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি প্রক্রিয়া সহজ হবে।

এই উদ্ভাবনী কাঠামোগত বাণিজ্য সমাধান স্ট্যান্ডার্ড চার্টার্ডের শক্তিশালী আর্থিক ভিত্তি ও বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, যা টি.কে. গ্রুপকে বাজারের প্রতিকূল অবস্থার মধ্যেও প্রতিযোগিতামূলক হারে অর্থায়নের সুবিধা ও বিনিময় হারজনিত ঝুঁকি থেকে সুরক্ষা দিয়েছে।

এই সমাধানটি  টি.কে. গ্রুপকে তাদের সাপ্লাই চেইন নির্বিঘ্নে পরিচালনা করতে সহায়তা করবে।  এছাড়া ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তিগত প্ল্যাটফর্মের সাহায্যে গ্রুপটির অমদানি অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ হবে, যা বাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ বৃদ্ধি করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল আরেফিন খান বলেন, ‘এমন একটি সমাধান তৈরির মাধ্যমে বাংলাদেশে টি. কে. গ্রুপের দীর্ঘস্থায়ী সাফল্যের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি কেবল তাদের আর্থিক প্রয়োজনই পূরণ করবে না, বরং তাদের বাজারে চাহিদা অনুযায়ী যোগানের সক্ষমতা এবং সামগ্রিক সাপ্লাই চেইনের দক্ষতাও বাড়াবে। ভবিষ্যতে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে  এবং টি. কে. গ্রুপকে  তাদের উচ্চাকাঙ্ক্ষা অর্জনে  আরও সহযোগিতা করতে আমরা আগ্রহী।

টি.কে. গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক তারিক আহমেদ বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সবসময়ই বিশ্বস্ত অংশীদার। তাদের উদ্ভাবনী পণ্য আমদানির সমাধান বাজারে বিদ্যমান এ ধরণের অন্যান্য পরিষেবা থেকে অনেক আধুনিক এবং আমরা এ থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছি। এই সুবিধার মাধ্যমে আমরা সময় মতো তারল্য এবং কম খরচে অর্থায়ন পেয়েছি, যা আমদানি বাধ্যবাধকতা পূরণে ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগিতা করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

দেশের একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক হিসেবে ১১৯ বছরের নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সকল প্রাত্যহিক নগদ, বাণিজ্য সংক্রান্ত ও কার্যকরী মূলধনী কর্মকান্ডে দক্ষতা ও নির্ভুলতা নিশ্চিত করার মাধ্যমে সেরা পরিষেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতিই মূল চালিকা শক্তি। বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লায়েন্ট ও তাদের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে সহযোগিতা করার জন্য উদ্ভব করেছে বিভিন্ন অত্যাধুনিক পণ্য, ডিজিটাল অফার ও সমাধান।

টি. কে. গ্রুপ হল একটি বাংলাদেশী শিল্প সংগঠন, যা মূলত উদ্ভিজ্জ তেল ব্যবসার জন্য পরিচিত। ইস্পাত, জাহাজ নির্মাণ, মন্ড ও কাগজ, প্লাস্টিক, সিমেন্ট ও টেক্সটাইল শিল্পেও এর সংশ্লিষ্টতা রয়েছে। সংগঠনটির সদর দপ্তর চট্টগ্রামে অবস্থিত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.