আজ: বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ইং, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

ঢাকায় ইউসিবি ক্যাম্পাসে ইউনিভার্সিটি অব লন্ডন ডিগ্রির ওরিয়েন্টেশন আয়োজিত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) বিভিন্ন ডিগ্রিতে ভর্তির সুবিধার্থে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) অ্যাকাডেমিক নির্দেশনায় বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ও ইকোনমিকসে তিন বছর মেয়াদী ডিগ্রি অর্জনের সুযোগ নিয়ে এসেছে ইউসিবি। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এইচএসসি, আইবি, এএস, ‘এ’ অথবা ‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ডিগ্রিতে ভর্তির সুযোগ পাবেন।

ঢাকায় বসে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব লন্ডনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে ইউসিবি। লন্ডনের শিক্ষার্থীদের মতো একই মানের শিক্ষা নিশ্চিত করতে এই প্রোগ্রামের কারিকুলাম, টিচিং ম্যাটেরিয়াল ও অ্যাসেসমেন্ট প্রক্রিয়াসহ সবকিছুর নকশা করেছে এলএসই। ইউওএলের এই ডিগ্রি বাংলাদেশে তরুণদের অ্যাকাডেমিক ও পেশাগত ক্যারিয়ারে ভিত্তি মজবুত করার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। একই সাথে, যেসব শিক্ষার্থী ইউসিবি থেকে ইউওএল ডিগ্রি সম্পন্ন করবেন, তারা এলএসই’তে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপেরও বিশেষ সুযোগ পাবেন।

আয়োজনটির উদ্বোধন করে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানান ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এসময়, ইউওএল’এর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি’র বিষয়ে সার্বিক ধারণা দেন ইউসিবি’র সিনিয়র লেকচারার দেওয়ান ইয়াজদানি। এছাড়া, শিক্ষার্থীদের মেনে চলতে হবে এমন মূল অ্যাকাডেমিক নীতিমালাগুলো তুলে ধরেন ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস। এরপর শিক্ষার্থীদের সামনে ইউওএল ডিগ্রি সংক্রান্ত বিভিন্ন উপস্থাপনা তুলে ধরেন স্টুডেন্ট সাপোর্ট হেড মারজিয়া আল-হাকীম, স্টুডেন্ট সার্ভিস এক্সিকিউটিভ জেবুন্নেসা জেবা, ও আইটি অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ বিপ্লব পাল। আরেকটি সেশনের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাডেমিক প্রগ্রেস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কীভাবে জানতে পারবেন, তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও প্যারেন্টস এঙ্গেজমেন্ট এক্সিকিউটিভ সামিয়া সালাম।

প্রফেসর হিউ গিল বলেন, “ইউসিবি’তে ইউওএল-এলএসই ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক শিক্ষার জন্য প্রয়োজনীয় মেন্টরশিপ, ক্যারিয়ারের সঠিক নির্দেশনা, ও হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। যথাযথ উপকরণ ও সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে তাদের শিক্ষা অর্জনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলার উপযোগী করে এলএসই’র কারিকুলাম তৈরি করা হয়েছে; যাতে তারা সর্বোচ্চ অ্যাকাডেমিক ও পেশাগত সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। আমাদের সকল শিক্ষক এলএসই-কর্তৃক স্বীকৃত, এবং আমরা প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব প্রয়োজন অনুসারে শিক্ষার পরিবেশ নিশ্চিতের সুবিধার্থে স্মল গ্রুপ টিচিং করে থাকি। চাকরির বাজারের ক্রমশ পরিবর্তনশীল চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং ও নেতৃত্ব দক্ষতা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেই”।

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ইউওএল-এলএসই ডিগ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া, এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ পরীক্ষায় অংশ নেয়ারও সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন – https://ucbbd.org/

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.