আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

গণহত্যায় সব অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করা হবে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। সবগুলো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও আসবাবপত্র মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি।

এসময় আসিফ নজরুল বলেন, ১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে। আর ট্রাইব্যুনালের বিচার হবে, সুবিচার। যাতে সবপক্ষেরই সন্তোষ থাকে।

এর আগে, সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেছিলেন ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে বিচারে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে এবং তখন তিনি ভারতে অবস্থান করলে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার আবেদন করা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.