ডিএসইর মনিটরিং ও কমপ্ল্যায়েন্স বিভাগের প্রধানের নামে অভিযোগ ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনিটরিং ও কমপ্ল্যায়েন্স বিভাগের প্রধান বজলুর রহমানের নামে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে। তিনি একটি প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে উপঢৌকন নিয়েছেন বলে কে বা কারা গুজবটি ছড়িয়েছে।
জানা গেছে, তিনি আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টে পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটি থেকে উপঢৌকন নিয়েছেন বলে ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে গুজব ছড়িয়েছে। এধরনের ভিত্তিহীন গুজবে অনেকে বিভ্রান্তও হচ্ছেন।
এ বিষয়ে বজলুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ডিএসইতে দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করে যাচ্ছি। আমার চরিত্র হরনের জন্যই মূলত এ ধরনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টের ম্যানেজার বরুন চন্দ্র সমাদ্দার বলেন, অন্যান্য কোম্পানির মতো আমাদের কোম্পানিতেও বজলুর রহমান পরিদর্শনে এসে ছিলেন। আমরা তাকে এ কাজে সহযোগিতা করেছি। তাকে কোনো ধরনের উপঢৌকন দেয়নি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অপপ্রচার। আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কে বা কারা এই কাজ করেছে, এ বিষয়ে আমাদের জানা নেই।