আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) এবং মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন বন্যা ত্রাণ কনসার্টের তারিখ পরিবর্তনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) এবং ‘মেলোডি & মাইন্ড কমিউনিকেশনের’ সহযোগিতায়, বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী কনসার্টটি ১৫ নভেম্বর, ২০২৪ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (পূর্বাচল ৩০০ ফিট, ইনডোর) অনুষ্ঠিত হবে।
বছরের এক্সাইটিং এই কনসার্টে শিরোনামহীন, ফিডব্যাক, ও অ্যাশেস সহ ১০টি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে। কনসার্টে ১০ হাজারেরও বেশী মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর সেক্রেটারি জেনারেল ‘এম্বাসেডর আয়নুল হোসাইন’ বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের বন্যা পরবর্তী চাহিদা সম্পর্কে সবার মাঝে সচেতনতা তৈরি করা এবং তাদের পূনর্বাসনের জন্য তহবিল তৈরী করা এই ইভেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
IHRC এই ইভেন্টের সব আর্থিক কার্যক্রম পরিচালনা করবে, যাতে তহবিল সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সংগৃহীত অর্থ বন্যার্তদের পূনর্বাসন কার্যক্রমে ব্যবহৃত হবে।
ইভেন্ট সম্পর্কে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর পরিচালক-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ডক্টর শরীফা রানী বলেন-আমরা এই আয়োজনটিতে সকলের সমর্থন ও আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ১৫ নভেম্বর, ২০২৪ তারিখে আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে এক হয়ে আমরা অবশ্যই এই ইভেন্টটিকে পরিপূর্ন করে তুলতে পারবো। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.ihrcworld.org