আজ: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ইং, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

পুঁজিবাজারের আরও দুই ব্যাংক পাচ্ছে ৫৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকখাতে লুটপাটের আলোচিত ভরপুত্র এস আলমের ছোবলে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে তারল্য গ্যারান্টি দেওয়ার ধারাবাহিকতায় পুঁজিবাজারের আরও দুই ব্যংক৫৫০ কোটি টাকা তারল্য ধার পাচ্ছে। আর এই ধারের পুরোটাই দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ব্যাংক দুটি হলো- এক্সিম ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এরমধ্যে ৪০০ কোটি টাকার ধার পাচ্ছে এক্সিম ব্যাংক; আর ইউনিয়ন ব্যাংক পাচ্ছে ১৫০ কোটি টাকা।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যেগে দুর্বল ব্যাংকগুলো এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আন্তঃব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ায় দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে।

তারা বলছেন, উদ্বেগ কেটে যাওয়ায় এখন আর আগের মত এসব ব্যাংকগুলোতে আমানতের টাকা তুলতে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছেন না। তবে এখনও গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষম হয়ে ওঠেনি ব্যাংকগুলো।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরে সঙ্গে এক বৈঠকে ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

এর অংশ হিসেবে প্রথম দফায় ৪টি দুর্বল ব্যাংককে ৯৭৫ কোটি টাকার ধার দেয় পাঁচটি সবল ব্যাংক।

দ্বিতীয় দফায় আগের ৪টিসহ ৫টি ব্যাংকে আরও ১,৪৮০ কোটি টাকার ঋণ দিয়েছে ৩টি সবল ব্যাংক।

এখন তৃতীয় দফায় সোনালী ব্যাংক সংকটে থাকা বেসরকারি এক্সিম ও ইউনিয়ন ব্যাংককে ৫৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.