রাশিয়ায় সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হয়ে যুদ্ধ করতে সৈন্য পাঠাতে শুরু করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে উত্তর কোরিয়ার ১৫০০ সৈন্য রাশিয়ায় পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, এই সংখ্যা ১২ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য একদিন আগেই বলেছিলেন, প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শুক্রবার একটি নিরাপত্তা বৈঠকের আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সব ধরনের উপায়ে’ প্রতিক্রিয়া জানাতে হবে।
উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ দিচ্ছে—এমন প্রমাণও মিলেছে। সম্প্রতি ইউক্রেনের পলটাভা অঞ্চলে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উদ্ধার হওয়ার পর এই সন্দেহ আরও জোরালো হয়।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে তাকে ‘ঘনিষ্ঠতম সহচর’ উল্লেখ করে শুভেচ্ছা পাঠিয়েছেন।
তবে সামরিক বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, রুশ সেনাবাহিনীর জন্য হাজার হাজার উত্তর কোরিয়ান সৈন্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে তারা মনে করেন না।