আজ: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অক্টোবর ২০২৪, রবিবার |

kidarkar

সাশ্রয়ী মূল্যে ছানি অপারেশন সুবিধা দিতে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে ফ্যাকো মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চোখের ছানি অপারেশন আরও সহজলভ্য করতে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে দুটি আধুনিক ফ্যাকো মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক।

স্বাস্থ্যখাতে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. নিয়াজ আব্দুর রহমান ৬ অক্টোবর ২০২৪ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষরের মধ্য দিয়ে এই উদ্যোগটির আনুষ্ঠানিক সূচনা করেন।

চোখের ছানি অপসারণ করতে ফ্যাকো মেশিন অপরিহার্য। এর ফলে হাসপাতালটি বছরে হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে। হাসপাতালটিকে এই অত্যাধুনিক প্রযুক্তি সহায়তার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের মানুষের, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যাপারে ব্যাংকটির দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এই উদ্যোগটি দেশের স্বাস্থ্যসেবা খাতকে উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের নিবেদিত প্রচেষ্টার উদাহরণ বলে বিশ্বাস করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান।

এই উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, “আমরা আশাবাদী যে, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চক্ষুসেবা বঞ্চিত মানুষদের জীবনে উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসতে অবদান রাখবে ব্র্যাক ব্যাংক।”

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. নিয়াজ আব্দুর রহমান বলেন, “এই গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামগুলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে আরও বেশি সার্জারি পরিচালনা করার সক্ষমতা প্রদান করবে। এর ফলে আরও বেশি মানুষ, বিশেষ করে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং তাঁদের জীবনযাত্রার মানও উন্নত হবে।”

ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ উদ্যোগটি স্বাস্থ্যখাতে ব্যাংকটির একটি উল্লেখযোগ্য সিএসআর উদ্যোগ, যা শারীরিক অক্ষমতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে। এটি সামাজিক কল্যাণে ব্যাংকের অবিচল প্রতিশ্রুতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ব্যাপারে ব্যাংকটির নিবেদিত প্রচেষ্টার উদাহরণ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.