আজ: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ অক্টোবর ২০২৪, সোমবার |

kidarkar

এনআরবি ইসলামিক লাইফের Star of The 3nd Quarter-2024 অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে Star of The 3nd Quarter-2024 রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ২০ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার এর সভাপতিত্বে ইতালির রাজধানীর রোম থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ।
উক্ত অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের চিঠি হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়, এবং Star of The 3nd Quarter-2024 এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়। এছাড়াও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান ও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪, মাসের সর্বোচ্চ নবায়ন প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা:
জনাব মো. হজরত আলী (এসইভিপি), সাতক্ষীরা
জনাব মো. রেজাউল করিম (এসইভিপি), বগুড়া
জনাব মো. কাউসার আলী (এসইভিপি), রংপুর
জনাব মো. সাহাবুদ্দিন মনির (এসইভিপি), খুলনা
জনাব মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা
জনাব মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ
জনাব তাসলিমা আকতার হেপি (এসইভিপি), মিরপুর
জনাব মো. মাহবুবুর রহমান (ইভিপি), ময়মনসিংহ
জনাব মো. দিদারুল ইসলাম (ইভিপি), খুলনা
জনাব মো. রেজাউল করিম (ইভিপি), শেরপুর
জনাব আব্দুর রহমান শিহাব (ইভিপি), মিরপুর
জনাব মো. ইয়াকুব আলী (ইভিপি), দিনাজপুর
জনাব মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা
জনাব মো. রকিবুল ইসলাম (এসভিপি), সিরাজগঞ্জ
জনাব ইসরাত জাহান রোজি (এসভিপি), মিরপুর
জনাব মো. মনিরুজ্জামান (এসভিপি), দিনাজপুর
জনাব মো. আব্দুল বাছেদ (এসভিপি), মিরপুর
জনাব বিনয় ভূষণ শীল (এসভিপি), নোয়াখালী
জনাব মো. নাঈম ফেরদৌস (এসভিপি), দিনাজপুর
Star of The 3nd Quarter-2024 এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তলিকা:
১ম স্থান অর্জন করেছেন জনাব মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা
২য় জনাব এইচ.এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা
৩য় জনাব শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন জনাব তাসলিমা আকতার হেপি (এসইভিপি), মিরপুর
২য় জনাব মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ
৩য় জনাব মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন জনাব ইব্রহীম যুবায়ের (ইভিপি), চট্রগ্রাম
২য় জনাব মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা
৩য় জনাব রুবিনা মাহমুদ (ইভিপি), মিরপুর
১ম স্থান অর্জন করেছেন হাফেজ আরিফুল ইসলাম অপু (এসভিপি), চট্রগ্রাম
২য় জনাব জুয়েল আলী (এসভিপি), মিরপুর
৩য় জনাব মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ
১ম স্থান অর্জন করেছেন জনাব জিল্লুর রহমান (ডিজিএম), মিরপুর, ঢাকা
২য় জনাব আনিছুল ইসলাম (ডিজিএম), চট্রগ্রাম
৩য় জনাব কামাল মজুমদার (ডিজিএম), ময়মনসিংহ
১ম স্থান অর্জন করেছেন জনাব মো. সাব্বির হোসেন (বিএম), মিরপুর
২য় জনাব মো. সাজিদ হাসান (বিএম), ময়মনসিংহ
৩য় জনাব মহিয়ান জামিল মুমু (বিএম), মিরপুর
১ম স্থান অর্জন করেছেন জনাব মো. শরিফুল ইসলাম (ইউএম), ময়মনসিংহ
২য় জনাব মাফরুহা খান শষী (ইউএম), মিরপুর
৩য় জনাব মো. ফজলে এলাহী (ইউএম), ময়মনসিংহ
১ম স্থান অর্জন করেছেন জনাব তাসলিমা মাহমুদ (এফএ), মিরপুর
২য় জনাব মো. মিনহাজুল হক তুহিন (এফএ), ময়মনসিংহ
৩য় জনাব হুসনা মজুমদার (এফএ), ময়মনসিংহ

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.