শেয়ার দর কমার কারণ জানতে চেয়েছে ডিএসই
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিভিন্ন সময়ে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বেড়ে গেলে কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই। এবার শেয়ার দর কমে যাওয়ার কারণও জানতে চাই ডিএসই।
তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে নোটিশের জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর বেস্ট হোল্ডিংসের শেয়ার দর ছিল ২১ টাকা ৪০ পয়সায়। যা ২১ অক্টোবর লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১৮ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার দাম এভাবে কমাকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।