আজ: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ইং, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

অবশেষে ইতিবাচক পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: গত ১২ আগস্ট থেকে শেয়ারবাজার টানা পতনে রয়েছে। এ সময়ে প্রতি সপ্তাহেই শেয়ারবাজারের মূলধন ও সূচক কমেছে। ফলে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়েছে। বিশেষ করে চলতি অক্টোবর মাসে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রারম্ভিক সূচক ছিল ৫ হাজার ৬২৪ পয়েন্ট। গতকাল সোমবার পর্যন্ত ধারাবাহিক পতনে সূচক ৪৭১ পয়েন্ট কমে নেমে যায় ৫ হাজার ১৭৩ পয়েন্টে।

অন্যদিকে, ০১ অক্টোবর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ৪১১ কোটি টাকা। যা গতকাল ২০ হাজার ৪২৫ কোটি টাকা কমে দাঁড়ায় ৬ লাখ ৬২ হাজার ৯৮৬ কোটি টাকায়।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) শেয়ারবাজারে বড় উত্থান দেখেছে বিনিয়োগকারীরা। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে সাড়ে ৬৮ পয়েন্টের বেশি। এমন উত্থান বিনিয়োগকারীরা অনেক দিন পর দেখলো। এতে তাদের মধ্যে কিছুটা স্বস্তির আমেজ দেখা দিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের একটি গোষ্টি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে চাপে রাখার জন্য প্রতিদিনই অস্বাভাবিক সেল প্রেসার দিচ্ছে। যার কারণে প্রায় প্রতিদিনই শুরুতে বাজার বড় উত্থান প্রবণতায় থাকলেও শেষবেলায় বড় পতনের কবলে আটকে যায়।

এখন তাদের সেল প্রেসার কমে যাচ্ছে। সেল প্রেসার কমে যাওয়ার কারণে বাজার ঘুরতে শুরু করেছে। তারা বলছেন, বিনিয়োগকারীরা ধৈর্য্য ধারণ করলে বাজার শিগগিরই বড় উত্থান নিয়ে সামনে অগ্রসর হবে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা করে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪২ পয়েন্টে। আগেরদিন সুচক বেড়েছিল ১২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৫ লাখ বা ৪ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৬টির বা ৭৭.৪৭ শতাংশের, দর কমেছে ৫৫টির বা ১৩.৯২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৩৪টির বা ৮.৬১ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৭ টির, কমেছে ৪৬টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.