অপকর্মের জন্য নিষিদ্ধ হলো ছাত্রলীগ : সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: ‘নিয়তির কি নির্মম পরিহাস, যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সব লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এসব কথা লেখেন।
সরকার গত বুধবার ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা জারির পর ছাত্রলীগ একটি বিবৃতি দেয়। এ বিবৃতির বিষয়ে সোহেল তাজ লেখেন, ‘তাদের (ছাত্রলীগ) একটা বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলেছে তাদের অতীতের ভূমিকার কথা, ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন নির্লজ্জের মতো। আমি তাদেরকে বলব, আপনারা এসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর হত্যা-ধ্বংস করে একটি গুন্ডা, সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ছাত্র-জনতার গণ-অভুত্থানে জনগণের সঙ্গে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। এই দায় কোনোভাবেই এড়ানো যাবে না।’
সোহেল তাজ আরও লেখেন, ‘বর্তমান ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ ও আওয়ামী লীগ কোনোভাবেই এক না। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলোকে বিতর্কিত করার অধিকার আপনাদের নেই।’
‘ছাত্রলীগ, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট পচা নীতি-আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি ও আত্ম-সমালোচনা করে অনুশোচনা করার’ যোগ করেন সোহেল তাজ।