আজ: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ইং, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অক্টোবর ২০২৪, রবিবার |

kidarkar

ক্যাসপারস্কি কিডস সাইবার রেজিলিয়েন্স প্রজেক্ট এখন এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং সিআইএস-এ

নিজস্ব প্রতিবেদক: ক্যাসপারস্কি এশিয়া-প্যাসিফিক (APAC) অঞ্চলের ভিয়েতনামে ক্যাসপারস্কি কিডজ সাইবার রেজিলিয়েন্স প্রকল্পের সম্প্রসারণ ঘোষণা করছে এবং এটি মধ্যপ্রাচ্য এবং সিআইএস দেশগুলোতেও চালু করছে। এই উদ্যোগের লক্ষ্য শিশু এবং কিশোর-কিশোরীদের আমাদের সংযুক্ত বিশ্বে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা দক্ষতা শেখানো।

ক্যাসপারস্কি কিডস সাইবার রেজিলিয়েন্স প্রজেক্ট শিশু, পিতামাতা, শিক্ষাবিদ এবং এনজিওদের জন্য অনলাইন হুমকি এবং ডিজিটাল স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ায়। কর্মশালা, কোর্স এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপের মাধ্যমে, প্রোগ্রামটি দায়িত্বশীল ডিজিটাল আচরণকে উত্সাহিত করে এবং অনলাইন নিরাপত্তাকে শক্তিশালী করে। ২০২৩ সালের মার্চ মাসে সিঙ্গাপুরে শুরু হওয়ার পর থেকে এটি ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতের মতো দেশে বিস্তৃত হয়েছে।

সাইবার সিকিউরিটি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য ক্যাসপারস্কি এখন ভিয়েতনামের ভিয়েতনেট-আইসিটি এবং থাই নিউয়েন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সাথে এক হয়ে কাজ করছে এবং অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তার উপর ফোকাস করে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, নলেজ সিটি ব্রাঞ্চ (মিশর) এর সহযোগিতায় মিশরের কায়রোতে অনুরূপ একটি প্রোগ্রাম চালু করবে। রাশিয়াতেও বছরের শেষ নাগাদ স্কুল এবং জনসাধারণকে নিয়ে একটি সাইবার রেজিলিয়েন্স প্রকল্প চালু করা হবে।

ক্যাসপারস্কি একাডেমির সহযোগিতায়, এই প্রকল্পের মধ্যে রয়েছে ফিশিং, সোশ্যাল মিডিয়া সুরক্ষিত করা, নিরাপদ গেমিং, এবং সাইবার বুলিং প্রতিরোধসহ, কে-১২ শিক্ষক ও অভিভাবকদের জন্য “শিক্ষায় এআই দ্বারা কীভাবে ভালোর জন্য কাজ করা যায়” প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।

ক্যাসপারস্কি সাইবারসিকিউরিটি এডুকেশনের প্রধান ইভজেনিয়া রুস্কিক বলেন, “শিশু এবং যুবকদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তোলা একটি জটিল কাজ, যার জন্য শিক্ষক, পিতামাতা এবং এনজিও প্রতিনিধি সহ অসংখ্য পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। ক্যাসপারস্কি কিডজ সাইবার রেজিলিয়েন্সের লক্ষ্য হল এই স্টেকহোল্ডারদের একত্রিত করে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের শেখানো কীভাবে ডিজিটাল জগতে নিজেদের নিরাপদ রাখতে হয়।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.