নারী উদ্যোক্তাদের জন্য ইবিএল’র অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের নারী উদ্যোক্তারা এখন আর্থিক লিটারেসী এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। বেসরকারী খাতে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক এই প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করেছে। সোমবার (২৮ অক্টোবর) ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
প্রোগ্রামটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক।
প্রশিক্ষণ প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন। সেলফ-পেইসড প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের জন্য থাকবে ব্যবহারিক জ্ঞান, এসেসমেন্ট, সার্টিফিকেশনসহ বিভিন্ন বিষয়, যা ঋণগ্রহণকারী ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য অর্জনে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং কোভিড পরবর্তী ক্ষুদ্র পরিসরে কর্মসংস্থান সহায়ক প্রকল্প (SPCSSECP) পরিচালক মোঃ মজিবুর রহমান তার মন্তব্যে বলেন, “এই ইন্টারেকটিভ মডিউলের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক লিটারেসী এবং স্ব-উদ্যোগ বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন”।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “অনলাইন মডিউলটির মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব গতিতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং এর মাধ্যমে বিচক্ষণ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাদের বিচার শক্তির উন্নয়ন ঘটবে”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শারমিন আতিক, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক; SPCSSECP এর টীম লীডার আলী সাবেত, বিশেষজ্ঞ ফেরদৌস আহমেদ ও রুমান ইশতিয়াক রাফিন; এডিবি’র সিনিয়র জেন্ডার এবং প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কনসালটেন্ট সিনোরা চাকমাসহ উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।