চতুর্থ কিস্তির ঋণ পুনর্বিবেচনার জন্য ডিসেম্বরে আসছে আইএমএফ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ কিস্তি পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে। ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশের অতিরিক্ত ৩ বিলিয়ন ডলারের ঋণ পেতে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শও দেবে।
দেশের রিজার্ভ বাড়ানোর উদ্দেশ্যে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফ সদরদপ্তরে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়, যেখানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির কর্মকর্তারা।
আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, চতুর্থ কিস্তি পাওয়ার জন্য বাংলাদেশ অগ্রগতি দেখিয়েছে এবং আলোচনার প্রক্রিয়া চলছে। আগামী বৈঠকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
আইএমএফ প্রতিনিধিদল পর্যালোচনা করবে যে বাংলাদেশ ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের শর্ত পূরণ করেছে কি না। সাতটি শর্তের মধ্যে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়া অন্যান্য শর্ত পূরণ হয়েছে।